জামালপুরে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান করলেন পুলিশ সুপার
সুমন সরদার: জামালপুরে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
গতকাল ১৫ এপ্রিল মঙ্গলবার মেলান্দহ থানার ১০নং ঝাউগড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ প্রতিরোধে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান করেন তিনি।
পুলিশ সুপার বলেন, যদি অন্যায্যভাবে কেউ আপনাদের সঙ্গে অন্যায় করে, ভালো কাজ করতে গিয়ে কেউ যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কোনো বিপদের সম্মুখীন করে বা সেরকম আশঙ্কার মধ্যে পড়েন তাহলে সকল আইনগত সহায়তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত।
তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। মাদক ক্যান্সারের চেয়ে ডেঞ্জারাস। মাদক পরিবার, সমাজ, পরিবেশ এমনকি গোটা দেশকে ধ্বংস করে। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা যদি সহযোগিতা করেন এই সমাজে কারা মাদক সেবন করে, কারা মাদকের কারবারি সে সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনারা আমাদের তথ্য দেন আমরা তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মিলে একত্রে কাজ করি তাহলে সমাজ থেকে মাদক, বৈষম্য দূর করতে সক্ষম হব। আপনারা সচেতন, কিন্তু ততটুকু সচেতন না, যতটুকু সচেতন হলে অ্যাকশন নেয়া যায়। ৫ আগস্টের পূর্বের পুলিশ আর ৫ আগস্টের পরের পুলিশের মধ্যে অনেক পার্থক্য। আপনারা সকল অপরাধকে সামাজিকভাবে বয়কট করুন, সামাজিক আন্দোলন গড়ে তুলুন।
বিআলো/শিলি