জামালপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ র্যালি
মো. রাকিব হাসান, জামালপুর: জামালপুরে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া আয়োজন করেন জামালপুর পাক দরবার শরীফ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে পিটিআই সামনে থেকে আনন্দ র্যালি শহরে প্রধান সড়ক হয়ে হজরত শাহ্ জালাল (রহঃ) মাজার শরিফে সামনে ১২ রবিউল আউয়ালের প্রতি শ্রদ্ধা প্রদর্শনীর জন্য ওয়াজ, মিলাদ ও দোয়া করেন শাহসুফি রওনাকুল ইসলাম জামালপুরী (মাঃজিঃআঃ) মো. রেজাউল করিম রেজনু, সিআইপি, মো. ইকরামুল হক নবীন। প্রধান বক্তা শাহসুফি রওনাকুল ইসলাম জামালপুরী (মাঃজিঃআঃ)।
হজরত শাহ্ জালাল (রহঃ) মাজার শরিফের সামনে ওয়াজে দোয়া বলেন, আল্লাহ আমরা যারা তরিকতে রয়েছি সকলকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এক সাথে নবীর মহব্বতে সুন্নিয়তেরা যারা আছি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি হেদায়েত করুন বুঝার তৌফিক দান করুন। এ সময় সকল তরিকার ও দরবারে আশেকান ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ