জামালপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন
মো.রাকিব হাসান,জামালপুর: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, জামালপুর জেলা শাখা সংবাদ সম্মেলন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সরকারী আশেক মাহমুদ কলেজে এ সংবাদ সম্মেলন করেন। এসময় এসোসিয়েশনের সভাপতি নাসিমূল মোসাভের লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত পরিপত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক পরিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক পরিক্ষার্থীকে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃত্তি পরিক্ষা শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরিক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধু তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তার মনোবল নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যেই একটি বৈশম্যমূলক মনোভাব গড়ে তুলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী।এসময় তিনি সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, বেসরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও যন্ত্রণার সম্ম্যূখীন হবে তার সকল দায় দায়িত্ব সরকারকের বহন করতে হবে। তাই এসোসিয়েন জোর দাবি জানায়, গত ১৭ জুলাই ঘোষিত পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিত প্রথমিক বৃত্তি পরিক্ষাসহ অন্যান্য যেকোন কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি রাখার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি নাসিমূল মোসাভের, সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, আতিকুর রহমান, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, মো. দেলুয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সহ-সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, এটিএম মাসুদ করিম, তারিকুল ইসলাম বিদ্যুৎ, রমজান আলী আকন্দ প্রমূখ। সংবাদ সম্মেলন শেষে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ জামালপুর জেলা প্রশাসক (ডিসি) বরাবরা স্মারকলিপি প্রদান করে।
বিআলো/ইমরান