জামালপুরে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
মো. রাকিব হাসান, জামালপুর: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ছারোয়ার পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াছমিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এল. এম. রেজওয়ান, অতিরিক্ত উপপরিচালক জেসমিন জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার।
মেলার শেষ দিনে বিভিন্ন ক্যাটাগরিতে সফল কৃষক, উদ্যোক্তা ও নার্সারি মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেলায় অংশগ্রহণকারী কৃষক ও প্রতিষ্ঠানগুলো আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, জৈব সার ও উদ্ভাবনী পদ্ধতি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারি মালিক ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষি মেলার মাধ্যমে কৃষকরা একে অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে পারবেন এবং তা মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবেন।
বিআলো/এফএইচএস