জামালপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা
মোঃ রাকিব হাসান, জামালপুর: জামালপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের ফৌজদারী মোড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রক্তদান কার্যক্রম।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনে শহীদদের স্মরণে আমাদের এই কর্মসূচি আয়োজন করেছি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় রোগীদের সহায়তা করাই তাদের মূল উদ্দেশ্য।
এই আয়োজনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং গণআন্দোলনের চেতনায় নতুন করে উদ্বুদ্ধ হন তারা।
বিআলো/এফএইচএস