জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মো. রাকিব হাসান, জামালপুর: জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে জামালপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লা আল ফুয়াদ রেদুয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
টুর্নামেন্টে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা দল। নির্ধারিত সময়ে ৩-২ গোল ব্যবধানে জামালপুর সদর উপজেলাকে হারিয়ে জয়লাভ করে মেলান্দহ উপজেলা।
বিআলো/তুরাগ