• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জামালপুরে টিআরসি নিয়োগের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন 

     dailybangla 
    09th Apr 2025 12:16 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    ‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার মাঠ পর্যায়ের ৩য় দিনে ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র‍্যাগিং, রোপ ক্লাম্বিং প্রত্যেকটি ইভেন্টে স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়েছে।

    নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, নিয়োগ বোর্ডের সদস্য শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)শিবলী সাদিক, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল)দেবাশীষ কর্মকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের পিইটি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।

    কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে ফিট প্রার্থীরাই উত্তীর্ণ হতে পারে, অন্য কেউ নয়।

    পুলিশ সুপার উপস্থিত সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা একান্তই নিজের যোগ্যতায় প্রত্যেকটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন করে এ পর্যন্ত এসেছো। বাকি ধাপগুলোও নিজের যোগ্যতায় তোমরা সফল হতে পারবে। নিজ যোগ্যতায় তোমরা চাকরি পাবে, কেউ তোমাদের চাকরি নিয়ে দিতে পারবে না। সন্তানের ভবিষ্যতের চিন্তায় তোমাদের পিতা-মাতা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে দালাল বা প্রতারক চক্র সর্বদাই প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা লুটে নেয়ার ধান্দায় লিপ্ত থাকে। তারা এই বলে প্রলোভন দেখায় যে, এসপি স্যারের সাথে ভালো সম্পর্ক আছে আমি চাকরির নিশ্চিত ব্যবস্থা করে দিতে পারব।

    তিনি আরো বলেন, আমার কলিগদের মধ্যে যদি কেউ এরকম প্রতারণার সাথে জড়িত হয় কিংবা সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। অতএব আমাদের কোন সদস্য এরকমটি করার কথা না। কেউ যদি পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আমরা গত নিয়োগ অত্যন্ত স্বচ্ছতার সাথে, সততার সাথে এবং নিরপেক্ষতার সাথে শতভাগ নিয়োগ দিতে সক্ষম হয়েছিলাম। এবার আমরা তার চেয়েও ভালো নিয়োগ দিব ইনশাআল্লাহ। সে ক্ষেত্রে তোমাদের সহযোগিতা লাগবে। তোমরা কোন দালালের সাথে কিংবা কোন প্রতারকের সাথে যদি কোন রকম চুক্তি করে থাকো, তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে। যদি তারা কোনরকম চুক্তি করে থাকে তাহলে গোপনে আমাকে জানাবে। ইতিমধ্যে দুই তিন জনকে সনাক্ত করা হয়েছে। ৫ই আগস্টের পরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের সহযোগিতা চাই। পুলিশের এই নিয়োগ শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে হবে এটা নিশ্চিত। আমি আবারও বলি, কোনরকম প্রলোভনে পা দিবা না, তোমাদের রিজিক আল্লাহই নির্ধারণ করে রেখেছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930