• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জামালপুরে পশুর হাটের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিয়ষয়ক বিনিময় সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    02nd Jun 2025 10:24 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: জামালপুরে পশুর হাটের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিয়ষয়ক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রবিবার বেলা ৪ টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়, সভা কক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্তে ইজারাদারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

    ২০২৫ সালের জামালপুর জেলার সকল থানাধীন স্থায়ী ও অস্থায়ী সর্বমোট ৫১ (একান্ন) টি কোরবানির পশুর হাট নির্ধারিত হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে এবং নিরাপদে কোরবানির গরুর হাট পরিচালনার স্বার্থে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ইজারাদারদের কিছু সতর্কতা এবং নির্দেশনা প্রদান করা হয়েছে।

    ১) ইজারার নির্ধারিত শর্ত অনুযায়ী হাট পরিচালনা করতে হবে। ২) ইজারায় শর্তে উল্লেখিত নির্দিষ্ট জায়গার মধ্যে হাট সীমাবদ্ধ রাখতে হবে। কোনক্রমেই সড়কের উপর হাট বসানো যাবে না। ৩) হাসিলের হার দৃশ্যমান জায়গায় টাঙ্গিয়ে রাখতে হবে। প্রত্যেক পশু বিক্রয়ের বিপরীতে হাসিল আদায়ের রশিদ দিতে হবে। ৪) বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান যেমন-পুলিশ, প্রাণিসম্পদ কার্যালয় এবং ব্যাংকের কর্মকর্তাদের জন্য একটি নির্দিষ্ট জায়গায় বসার ব্যবস্থা করতে হবে। ৫) জাল টাকা প্রচলন বন্ধে ব্যবস্থা নিতে হবে। ৬) অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, চাঁদাবাজ ইত্যাদি অপরাধীর বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। ৭) এক হাটের গরু জোরপূর্বক অন্য হাটে নামানো যাবে না। ৮) কোনক্রমেই সড়কের উপর পশু উঠানো ও নামানো যাবে না। ৯) হাট এলাকায় যানজট নিরসনের জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাদের পরিচিতির জন্য নির্দিষ্ট রঙ্গের পোষাক/আইডি কার্ড রাখতে হবে। ১০) রাত্রিকালীন হাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। ১১) পশু ব্যবসায়ী এবং হাটে আগত ক্রেতা-বিক্রেতার জন্য স্যানিটেশন এবং সুপেয় পানির ব্যবস্থা রাখতে হবে। ১২) আপনাদের যে কোন সহযোগিতায় সংশ্লিষ্ট থানার ওসি/ হট লাইন নাম্বার-৯৯৯ কল দিতে হবে।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল)ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল)মো.সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল)মোঃ সাইদুর রহমানসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি-১; ডিআইও-২; টিআই-১, জেলা ট্রাফিক জামালপুরসহ কোরবানির পশুর হাটের ইজারাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031