জামালপুরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার
সুমন সরদার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় কলেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
২ জুন সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর শহরের সকল ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর সভাপতিত্বে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় পুলিশ সুপার ব্যাংকের লেনদেনে স্বচ্ছতা, জাল টাকা রোধ, গ্রাহক হয়রানি বন্ধ, গ্রাহকের নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, প্রত্যেক জায়গার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। সেই সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। বেশি অংকের টাকা পরিবহনের ক্ষেত্রে পুলিশ স্কর্টের সাহায্য নেওয়ার তাগিদ জানিয়ে ব্যাংকের প্রবেশমুখ এবং অভ্যন্তর সিসিটিভি ক্যামেরাগুলো সচল রাখা এবং সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা মনিটরিং-এর জন্য একজন লোক নিয়োগ করার কথা বলেন।
সিসি টিভিতে সন্দেহজনক কারো গতিবিধি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, ঈদের লম্বা ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকল্পে নাইটগার্ডরা ঠিকমত ডিউটি করছে কিনা তা তদারকির জন্য একজন অফিসার নিযুক্ত করুন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি