জামালপুরে মহাসড়ক অবরোধ করে এনসিপির ব্লকেড
মো. রাকিব হাসান জামালপুর: গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে জামালপুরে মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৬ টার দিকে শহরের বিজয় চত্বরে সড়ক ব্লকেড করে কিছুক্ষন অবস্থান করে। পরে সেখান থেকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টাব্যাপি জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল।
ব্লকেড কর্মসূচিতে আন্দোলনকারীরা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি ¯স্লোগান দেয়।
বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা আমিমুল এহসান বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা যেভাবে হামলা করেছে তার কঠিন জবাব দেয়া হবে। আওয়ামীলীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে বসে প্রশিক্ষণ নিয়ে এনসিপির নেতাদের উপর হামলা করেছে যার জন্য সারা বাংলাদেশের মতো জামালপুরেও ব্লকেড কর্মসূচী পালন করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, সন্ধ্যার দিকে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মহাসড়ক অবরোধ করে। পরে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বললে তারা বøকেড তুলে নেয়। এখন পরিস্থতি স্বাভাবিক রয়েছে।
বিআলো/তুরাগ