জামালপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার
জামালপুর প্রতিনিধি: জামালপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও অনুমোদনহীন মালামাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় মেহেরাব হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৩০ আগস্ট) সকালে জামালপুর সদর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের স্টেশন রোডে উদয়ন একাডেমি সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে— একটি এয়ারগান (১০ পিস গুলিসহ), দুইটি চাইনিজ কুড়াল, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, চারটি ওয়াকিটকি, চারটি ছুরি, একটি তলোয়ার, দুইটি বাইনোকুলার, একটি অস্ত্রের বাইনোকুলার, একটি স্টিলের লাঠি এবং নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে এমন বেশকিছু অনুমোদনহীন সামগ্রী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম এ অভিযান চালায়। এসময় বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটককৃত মেহেরাব হোসেন সম্পর্কে স্থানীয়ভাবে মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করা হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।
বিআলো/তুরাগ