জামালপুরে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
মোঃ রাকিব হাসান, জামালপুর: জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী মেলান্দহ উপজেলার মাহমুদপুর নলছিয়া বানাবাধা মাদ্রাসা মাঠে এ কর্মসূচি চলে। অনুষ্ঠানের আয়োজন করে নলছিয়া বানাবাধা মাদ্রাসা।
আলোচনা সভায় মাদ্রাসার সুপার ছামছুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক, প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল জলিল জান মাস্টার, সাংবাদিক মুত্তাছিম বিল্লাহ ও রক্তের বন্ধন জামালপুরের সভাপতি হাসান আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নিয়মিত রক্তদান শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। প্রতি চার মাসে শরীরে পুরোনো লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে নতুন রক্ত তৈরি হয়। তাই নিয়মিত রক্তদান একটি মহৎ কাজ, যা অনেক রোগীর প্রাণ বাঁচাতে পারে।
পরে মাদ্রাসার শিক্ষার্থীসহ আশপাশের প্রায় এক হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিআলো/তুরাগ