জামিন পেলেন না রাজবাড়ীর সাবেক পৌর মেয়র তিতু
রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় রাজবাড়ীর সাবেক পৌরসভার মেয়র, আলমগীর শেখ (তিতু) গত বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর হাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হয়। সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারের পরে বুধবার রাতেই রাজবাড়ী সদর থানায় সোপর্দ করে র?্যাব।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় ছাত্র-জনতার দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলী আদালতে আলমগীর শেখ তিতুর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেন।
আদালতে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে যুক্তিতর্ক শেষে বিচারক সুমন হোসেন, সাবেক পৌর মেয়র তিতুর জামিন নামঞ্জুর করে দেন। রাজবাড়ীর জজ কোর্টের সরকারি আইনজীবী অ্যাডভোকেট, উজির আলী শেখ বলেন, ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগে ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় রাজবাড়ী সাবেক পৌর মেয়রকে গত বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র?্যাব (১০) এর চৌকস একটি দল। বৃহস্পতিবার সাবেক মেয়র তিতুকে আদালতে নিয়ে আসলে আসামি পক্ষের আইনজীবীরা বিচারক সুমন হোসেনের কাছে জামিনের জন্য আবেদন করলে তিনি জামিন নামঞ্জুর করে দেন এবং আসামিকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে জেলা কারাগারে যাওয়ার সময় চিৎকার করে ভুয়া মামলা, ভুয়া মামলা বলতে বলতে নিজের ক্ষোভ প্রকাশ করেন, রাজবাড়ী সাবেক পৌর মেয়র আলমগীর শেখ তিতু।
বিআলো/তুরাগ