জার্মান রাষ্ট্রদূতকে বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে জার্মান বিশ্ববিদ্যালয়সমূহের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালুমনি অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ (AAGUB) এর আয়োজনে ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে বিদায় জানানো হলো জার্মান রাষ্ট্রদূত মহামান্য আখিম ট্রোস্টারকে। একইসঙ্গে অনুষ্ঠিত হলো ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান।
গতকাল রবিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর মোহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন AAGUB-এর সভাপতি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন খান।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বাংলাদেশে তার দায়িত্বকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং জার্মান-বাংলাদেশ বন্ধুত্ব, শিক্ষাবিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতার প্রসার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ও তাদের আন্তরিকতা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি এই দেশকে স্মরণ করব অন্তর থেকে।”
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ্যালুমনি সদস্যবৃন্দ—বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও পেশাজীবীরা—অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে এক আন্তরিক পরিবেশে ঈদ পুনর্মিলনী এবং নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবার মাঝে বন্ধুত্ব, স্মৃতি আর সংযোগের উষ্ণতা ছড়িয়ে পড়ে।
AAGUB-এর পক্ষ থেকে জানানো হয়, জার্মান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা স্নাতকপ্রাপ্ত বাংলাদেশিদের নিয়ে এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বেশি কার্যকরভাবে জ্ঞান-বিনিময়, গবেষণা ও নীতিনির্ধারণী আলোচনায় অবদান রাখতে চায়।
বিআলো/সবুজ