জিংক সমৃদ্ধ ধানের জাত সম্পর্কে বীজ বিক্রেতাদের কর্মশালা
লালমনিরহাট প্রতিনিধি : জিংক সমৃদ্ধ ধানের জাত সম্পর্কে বীজ বিক্রেতাদের অংশগ্রহণে লালমনিরহাটে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের ডায়বেটিস হাসপাতাল সংলগ্ন জায়াভিয়েন রেস্ট হাউস হলরুমে গতকাল সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত ওই কর্মশালার আয়োজন করেন নিউট্রিসিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা শামিমুর রহমান, জেলা সীড এসোসিয়েশন সভাপতি রুহুল আমিন, প্রকল্প ব্যবস্থাপক, ইএনএফএস প্রজেক্ট, হারভেস্টপ্লাস বাংলাদেশ কৃষিবিদ শাহিনুল কবির। কর্মশালায় জেলার ২৫ জন বীজ বিক্রেতা অংশগ্রহল করেন।
কর্মশালায় জিংক সমৃদ্ধ ধানের জাত পরিচিতি, জিংক পুষ্টি উপাদান প্রতিদিন মানবদেহে প্রয়োজনীয়তা এবং এর ঘাটতিতে পরিবার তথা বাংলাদেশে যে প্রভাব পড়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। যাতে বীজ বিক্রেতগণ কৃষকদের জিংক সমৃদ্ধ ধানের জাত পরিচিতি, চাষাবাদ এবং এর ভাত নিয়মিত গ্রহণ করে পরিবারের জিংক পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে পারেন। নিউট্রিসিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড ভিটামিন ও খনিজ সমৃদ্ধ জৈব-ফর্টিফায়েড খাদ্য ফসলের উন্নয়ন ও প্রসারের মাধ্যমে পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে।
লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় পরিচালিত এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের জিংক ধানের চাষে আগ্রহী করে তোলা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, জিংক সমৃদ্ধ ধান চাষ করলে একদিকে যেমন ভালো ফলন ও আর্থিক লাভ নিশ্চিত হয় অন্যদিকে পরিবারের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত ভাত পাওয়া সম্ভব হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন কৃষিবিদ শাহিনুল কবির, প্রকল্প ব্যবস্থাপক, ইএনএফএস প্রজেক্ট, হারভেস্টপ্লাস বাংলাদেশ।
বিআলো/আমিনা



