জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে চাঁদপুরের বিএনপির এমপি প্রার্থীরা
মনিরুল ইসলাম মনির: বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তারা একযোগে কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় কামনা করা হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আমরা আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এসেছি। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন। পাশাপাশি মহান নেতা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি।”
তিনি আরও বলেন, “আজকের কবর জিয়ারতের মধ্য দিয়েই আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হলো। তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে পারবো—এই বিশ্বাস আমাদের আছে। দেশবাসীর কাছে আহ্বান, ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতা করুন।”
কবর জিয়ারতে অংশ নেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের প্রার্থী আনম এহসানুল হক মিলন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী লায়ন হারুনুর রশীদ। এছাড়াও চাঁদপুর-২ ও চাঁদপুর-৫ আসনের প্রার্থীদের পক্ষ থেকে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কবর জিয়ারতকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কবর জিয়ারতের মধ্য দিয়ে চাঁদপুর জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয়ের প্রকাশ ঘটেছে।
বিআলো/তুরাগ



