জিয়া পরিবারের ত্যাগের বিনিময়ে দেশে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার পথে: আফাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিবারের ত্যাগের বিনিময়ে দেশে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার পথে। ঢাকা মহানগরীর ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন এ কথা বলেন। তিনি আর-ও বলেন, দীর্ঘদিন আদোলন সংগ্রাম এবং নির্যাতন নিপিড়নের বিনিময়ে সকলের ঐক্যবদ্ধ সংগ্রমের সুফল জুলাই গন অভ্যুত্থান। বিএনপির নেতা কর্মীদের ও সর্বস্তরের ছাত্র জনতার বিপ্লবের চেতনায় বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী গনতান্ত্রিক বাংলাদেশ পুনঃর্নির্মানে আমাদেরকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।
গনতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেন বিএনপির চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশ যখন একটি সৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের হাতে জিম্মি ছিল । দেশের মানুষের কল্যানে কাজ করতে গিয়ে গনতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান অনেক ত্যাগ ও নির্যাতন নিপিড়নের স্বীকার হয়ে ফ্যাসিস্ট সৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। আলোচনা সভায় আফাজ উদ্দিন আরো বলেন, বিএনপি তে সন্ত্রাসী, চাঁদাবাজ ও তথা কথিত কিশোর গ্যাং এর কোন স্থান নাই। দেশে পিআর পদ্ধতির কথা বলে যারা নির্বাচন বানচাল করতে চান তাদের বলতে চাই আপনারা বিএনপির সাথে বসেন কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল লতিফ মাসুম,সাবেক ভিসি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। তোফাজ্জল হোসেন মানিক
সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ।মোঃ মুনজুরুল কাদির কনক
সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল,মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি,মো হান্নান মিয়া, যুগ্ম আহবায়ক উত্তরা পশ্চিম থানা বিএনপি,রাকিবুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি,জহিরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি,১ নং ওয়ার্ড বিএনপি, বাইতুল ইসলাম বাশার, সাংগঠনিক সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি,সহ উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অংগসংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
বিআলো/ইমরান