জুমার খুতবার সময় লাঠি রাখা কি আবশ্যক?
বিআলো ডেস্ক: জুমার খুতবার সময় অনেক মসজিদের খতিবকে হাতে লাঠি বা ধনুক হাতে নিতে দেখা যায়। কিন্তু কি এটি সুন্নত, নাকি বাধ্যতামূলক নয়? ইসলামী শরীয়াহ ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করা হলো।
হাদিস ও ফিকহের কিছু ব্যাখ্যা অনুযায়ী, নবী মুহাম্মদ (সা.) প্রাথমিকভাবে মদিনার মসজিদে মিম্বর স্থাপনের আগে খুতবার সময় হাতে লাঠি বা ধনুক ব্যবহার করতেন। তবে মিম্বর স্থাপনের পর এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। এজন্য কিছু ফকিহ এটিকে মুস্তাহাব (পছন্দনীয়) বলে উল্লেখ করেছেন।
অর্থাৎ, খুতবার সময় হাতে লাঠি রাখা সুন্নত নয়, কিন্তু চাইলে রাখা যায়; না রাখলেও কোনো সমস্যা নেই।
জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য খুতবা অপরিহার্য। খুতবা না থাকলে জুমার নামাজ আদায় হয় না। তবে ইমাম কোনো শারীরিক অসুবিধার কারণে বসে খুতবা দিলে নামাজ শুদ্ধ হবে, যদিও ওজর ছাড়া বসে খুতবা দেওয়া সুন্নত বিরোধী এবং মাকরূহ।
এছাড়া, জুমার দিনে খুতবার আগেই মসজিদে পৌঁছানো ও সব দুনিয়াবি কাজ ত্যাগ করা কোরআনে নির্দেশিত। খুতবা শোনার সুযোগ না পেলে নামাজ শুদ্ধ হলেও পূর্ণ সওয়াব মেলে না।
বিআলো/শিলি



