• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ 

     dailybangla 
    29th Jul 2025 1:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত তিন মৌলিক ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের ২১তম বৈঠকে বসে কমিশন।

    বৈঠকে সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, “আশা করছি, বিভিন্ন মন্তব্যকে সংশ্লিষ্ট করে প্রাথমিক পর্যায়ে যেগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো আজ অথবা আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারব।”

    তিনি বলেন, ‘এটা আপনারাও (রাজনৈতিক দল) নিঃসন্দেহে চান। তাই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্য হয়েছি। কিছু কিছু বিষয় আছে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে।’

    তিনি আরও বলেন, “পরবর্তী দিনগুলোতে এ পর্যন্ত যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে, তা সংযুক্ত করে ৩১ জুলাইয়ের মধ্যে অন্তত একটি চূড়ান্ত কাঠামোতে পৌঁছাতে হবে। আমরা চাই, সনদের যে অংশে স্পষ্ট ঐকমত্য এসেছে, তা নির্ভরযোগ্যভাবে অন্তর্ভুক্ত হোক।”

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন কিছু প্রস্তাব এসেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, “প্রত্যেকটি দলের নিজস্ব বক্তব্য থাকছে। সেগুলো সমন্বয় করে একটি যৌক্তিক প্রস্তাব তৈরি করে তা উপস্থাপনের চেষ্টা করছি।”

    বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031