• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাইয়ের শহীদদের প্রতি ঐতিহাসিক সিরিজ জয় উৎসর্গ করলেন লিটন 

     dailybangla 
    17th Jul 2025 1:02 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরের শুরুটা গল টেস্টের ড্র দিয়ে। কিন্তু পরের টেস্টে বড় হারের পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর কড়া সমালোচনার মুখে পড়েছিল টাইগাররা। কিন্তু পরের দুই টি-টোয়েন্টিতে রীতিমতো লঙ্কানদের ওপর ছড়ি ঘুরিয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। দেশ ও দেশের বাইরে মিলিয়ে এই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

    জুলাইয়ে যখন দেশে স্মরণ করা হচ্ছে অভ্যুত্থানে শহীদদের স্মৃতি, তখন শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। ঐতিহাসিক এই জয় ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি উৎসর্গ করার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

    ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’

    শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার পথে সিরিজসেরা হয়েছেন লিটন। তবে দলের জয়েই বেশি খুশি তিনি, ‘প্রথমত যেকোনো সিরিজ জয়ই ভালো অনুভূতি অধিনায়কের জন্য। আমি মনে করি, আপনারাও অনেক খুশি। বাংলাদেশি সমর্থক যারা ক্রিকেট লাভার, তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ (সিরিজ) জিততে পেরেছি। অনেক খুশি আমি।’

    গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সেবার শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে চমক দেখায় টাইগাররা। সেই সিরিজের সঙ্গেই লঙ্কা সিরিজের তুলনা করছেন টাইগার দলপতি।

    লিটন বলেন, ‘দুই সিরিজই আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল। টি-টোয়েন্টিতে ওদের সঙ্গে একটা ট্যাগ যায়। শ্রীলঙ্কার মাঠেও স্বাগতিকদের সঙ্গে একই তকমা থাকে। ওরা যথেষ্ট ব্যালেন্সড টিম। দুইটা সিরিজ আমার কাছে একইরকম।’

    টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে লঙ্কা সফর শেষ করে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে দেশে ফিরেছে টাইগার বাহিনী। তবে বিশ্রামের সুযোগ নেই। আগামী রোববার (২০ জুলাই) ঘরের মাঠে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। গত মে মাসে পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল লিটনের দল। সেই সিরিজের প্রতিশোধের সুযোগ এবার টাইগারদের সামনে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930