জুলাই-আগস্টের শহীদদের স্মরণে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-আন্দোলনে শহীদ হওয়া সকল বীর সন্তানদের স্মরণে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এ স্মরণসভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা বিএম ইয়াসিন সাগর, আমিনুল ইসলাম, সদর উপজেলা, পৌর ও দেবেন্দ্র কলেজসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। এই আন্দোলনে ছাত্রদলের সাহসী ভূমিকা ছিল উল্লেখযোগ্য, যা কোনোভাবেই অস্বীকার করার নয়।
তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন গুপ্ত সংগঠন ও গোষ্ঠী এখন সেই ঐতিহাসিক ভূমিকাকে তাচ্ছিল্য করার চেষ্টা করছে। আমরা তা মেনে নেব না।
নেতারা ছাত্রদলের কর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্মরণসভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিআলো/এফএইচএস