জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নাসিরনগরে দোয়া ও মিলাদ মাহফিল
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে রাজনৈতিক সহিংসতায় নিহত জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই (শনিবার) মাগরিবের নামাজের পর নাসিরনগরের মসজিদ-ই-নূর মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তোফায়েল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত হাসান ভূঁইয়া, গুনিয়াউক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওবায়দুল হক ফরছু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, চাপরতলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জীবন চৌধুরী, সদর ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক আরাফাত চৌধুরী, যুবনেতা মোশারফ হোসেন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, “জুলাই-আগস্টের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিআলো/তুরাগ