জুলাই-আগস্ট হতাহত শিশুদের পাশে দাঁড়িয়েছে বিএনপি : সেলিমা রহমান
ডেস্ক রিপোর্ট : জুলাই-আগস্ট হতাহত ৬৫ জন শিশু’র পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। গতকাল শুক্রবার ২৯ নভেম্বর রাত ৮ টায় নিজ বাসভবন থেকে জুমে (অনলাইনে) যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন “শুনো আমাদের কথা ‘য় অংশ নিয়ে সাবেক এই প্রভাবশালী মন্ত্রী গুলশান কমার্স কলেজ করা এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা তারেক রহমান সহ দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সমন্নয়ে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত -আহত শিশুদের পাশে থাকার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। আয়োজনের অন্যতম অতিথি ভয়েজ অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি বিথি কে গুলশান কমার্স কলেজ শিক্ষার্থী জানতে চান, ভারত-বাংলাদেশ সীমান্তে অসংখ্য শিশু নিহত ঘটনাগুলো নিয়ে সরকারের ভুমিকা কে তিনি কিভাবে দেখছেন? জবাবে বিথি জানান, সরকারের পদক্ষেপ সীমান্ত হত্যার বিষয়ে অতীতেও ছিলো যেটা এখন আরও জোড়ালো হয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর। আয়োজনে অপর অতিথি মেক্সিম বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক ” আর কে রিপন’ কে দেশের টুরিজম নিয়ে কি কি চ্যালেঞ্জ মুখোমুখি হতে হয় গুলশান কমার্স কলেজ শিক্ষার্থী করা এমন প্রশ্নে রিপন জানান, দেশের টুরিজম খাত নিয়ে অনেকে ই সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেন না যেটার জন্য নানামুখী সমস্যায় পড়তে হয়।বিভিন্ন দেশের উদাহরণ টেনে শীর্ষ এই তরুন ব্যাবসায়ী জানান, তারা দ্রুত হেলিকপ্টার মাধ্যমে কিভাবে সেবা পেতে পারেন তা নিয়েও কাজ চলমান বলে জানান তিনি৷ চাইল্ড মেসেজ প্রধান নির্বাহী পরিচালক আরিফ বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে সাহসের সাথে কাজ করে যেতে চান তারা।