• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাই আন্দোলন ছিল মানুষের গণ বিষ্ফোরণ ও আকাঙকার প্রতিছবি : হাসনাত আবদুল্লাহ 

     dailybangla 
    23rd Jul 2025 4:55 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন ‘জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি আজকে এক বছর হতে চলছে। জুলাই আন্দোলন মানে একটা দলের পতন ঘটানো নয়, জুলাই আনদোলন ছিল নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিষ্ফোরণ ও আকাঙকার প্রতিছবি।’

    জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্‌যাপনের লক্ষ্যে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অংশ হিসেবে আজ বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে মাসব্যাপী পদযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ সাস্থ্য উপদেষ্টা, বেতন-ভাতা ফেরত দিয়ে সাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, পূর্বে সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত। এই বিমানগুলো হাসিনার আমলে কেন, সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা বিমান বাহিনী ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের নিরাপত্তা রয়েছে। যেসব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে।

    হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দল মত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথা চারা দিয়ে উঠতে চেষ্টা করছে। আমরা শোকাহত কিন্তু আওয়ামী যদি এই লাশের উপর দিয়ে আবার ফেরার চেষ্টা করে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রতিহত করবো। এনসিপি চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারীর নাসিরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব আলম, দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক আরিফ তালুকদার।এর আগে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। এরপর ঢাকায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র‍্যালি করে এনসিপির নেতারা।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930