জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য: সংস্কৃতি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় জাদুঘরে আয়োজিত এক প্রিমিয়ার শো অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “যখন সমাজে ভয়, অনিশ্চয়তা এবং আত্মপ্রবঞ্চনা ছড়িয়ে পড়ে, তখনই প্রতিবাদ ও দ্রোহের ঝড়ে সেই অবস্থা মোকাবিলা করতে হয়। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই রুখে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ—এক মহাকাব্য।”
তিনি বলেন, “এই দেশের তরুণ প্রজন্ম দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে তাদের স্বপ্নের বাংলাদেশের কথা বলেছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তব রূপ পেতে পারে।”
শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী তাহির জামান প্রিয়’র জীবনের উপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘UNKNOWN 30Y’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলোকচিত্রী শহিদুল আলম, শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান, ইতিহাসবিদ ও সাংস্কৃতিক সংগঠক আমিরুল রাজীব এবং চলচ্চিত্র নির্মাতা রজত তন্ময়।
এই আয়োজনের মাধ্যমে শুধু একজন শহীদের স্মৃতিকে শ্রদ্ধা জানানোই নয়, বরং প্রতিবাদের ভাষাকে শিল্পের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এক অনুপ্রেরণামূলক প্রয়াসও গড়ে তোলা হয়েছে।
বিআলো/তুরাগ