• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন করলো রূপালি ব্যাংক পিএলসি 

     dailybangla 
    09th Sep 2025 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: মাগুরা রূপালি ব্যাংক পিএলসির উদ্যোগে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে এক দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বৃক্ষরোপণ, তরুণদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং আলোচনা সভা পরিচালিত হয়।

    অনুষ্ঠানে তরুণদের জন্য বিভিন্ন আর্থিক বিষয়ে ধারণা প্রদান করা হয়। এতে ডিজিটাল আর্থিক সেবা, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও সঠিক আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন, জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধ, ঋণ ও বিনিয়োগের পরামর্শ, উদ্যোক্তা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, ভবিষ্যতের ব্যাংকিং সেক্টরে তরুণদের ভূমিকা ও টেকসই উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

    এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরূপ কুমার পোদ্দার, সহকারি মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, মাগুরা কর্পোরেট শাখা, রূপালি ব্যাংক পিএলসি। সভাপতিত্ব করেন মোঃ আমিনুর রহমান, সহকারি মহাব্যবস্থাপক, রূপালি ব্যাংক পিএলসি, মাগুরা কর্পোরেট শাখা। অনুষ্ঠানে শাখার কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

    উৎসবের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানটি তরুণদের মধ্যে সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930