জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে ‘জাগ্রত জুলাই’ সাংস্কৃতিক সন্ধ্যা
ইবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা ‘জাগ্রত জুলাই’। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সসাসের উপদেষ্টা গোলাম জাকারিয়া, নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা এবং সংগঠনটির চেয়ারম্যান মুহা. মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হয় হামদ-নাত, দ্রোহের গান, দেশের গান, জুলাইয়ের গান, প্যারোডি গান, ফোক গান, আবৃত্তি, নাটিকা ‘জমিদার বাড়ি’ এবং কাওয়ালী।
ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিস্ট বিদায় হলেও কালচারাল ফ্যাসিস্ট বিদায় হয়নি। এখন আমাদের লক্ষ্য একটি সুন্দর সমাজ গঠন। তরুণদের নিয়ে আমরা সেই কালচারাল আগ্রাসন মোকাবিলা করতে চাই। একটি রাষ্ট্রকে মুক্ত হতে হবে অর্থনৈতিক শোষণ থেকে, সাংস্কৃতিক গোলামি থেকে এবং রাজনৈতিক নিপীড়ন থেকে।
বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সাধারণ মানুষের ওপর যে জুলুম-নির্যাতন চালিয়েছে, তার পরিণতিতে ৫ আগস্ট এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতেও যারা ফ্যাসিস্ট হবে, তারা আরও ভয়াবহ পরিণতি ভোগ করবে। এখন আমাদের এক থাকার সময়। জুলাই বিপ্লবের ক্রেডিট ভাগাভাগি না করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিআলো/এফএইচএস