• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী 

     dailybangla 
    01st Aug 2025 11:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসকে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের প্রতীক হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “জুলাই হচ্ছে আমাদের চেতনা ও প্রেরণার মাস। ২০২৪ সালের জুলাইয়ে তরুণদের আত্মত্যাগ এই পলল ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। তারা প্রমাণ করেছে, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ শুধু স্লোগান নয়, বরং সময়ের সাহসী অঙ্গীকার।”

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চারদিনব্যাপী ‘জুলাই জাগরণ কালচারাল ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফারুকী আরও বলেন, “ফ্যাসিস্ট কালচারাল হেজিমনির দমনমূলক কাঠামো ভেঙে দিয়ে বাংলাদেশের দেশজ সংস্কৃতিকে এগিয়ে নিতে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, “মুজিববাদকে এগিয়ে নিতে হলে আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে এগোতে হবে।”

    সাইমুম শিল্পী গোষ্ঠীর সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও বক্তব্য রাখেন সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ, নূরুল ইসলাম প্রমুখ।

    চারদিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, গ্রাফিতি আঁকা, স্টল প্রদর্শনীসহ নানা সৃজনশীল কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031