জুলাই যোদ্ধারা আজকেও কষ্ট করেছেন : আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক: জুলাই যোদ্ধারা আজকেও কষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্যও থাকবে, কিন্তু লক্ষ্য একটিই গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। আমাদের বহু স্রোত, কিন্তু মোহনা একটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’ আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা একদিনে সফল হবে না। একটি দলিল নিজে থেকেই পরিবর্তন আনতে পারে না, তবে এটি আমাদের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে।
নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমেই এই দলিল বাস্তব রূপ পাবে এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।’ তিনি আরো বলেন, ‘গণতন্ত্রে মতের পার্থক্য স্বাভাবিক, তবে লক্ষ্য অর্জনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা এক কণ্ঠে বলতে পারি, আমাদের বহু স্রোত কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ।’ আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, ‘এই সনদ আমাদের প্রচেষ্টার প্রথম পদক্ষেপ, একটি মোড় ঘোরানোর মুহূর্ত। তবে এখনো অনেক পথ বাকি। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিআলো/ইমরান



