জুলাই রেবেলস সদস্যের ওপর হামলা: দুজন গ্রেপ্তার
dailybangla
14th Dec 2025 11:03 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তাররা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান। শনিবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরে মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালানো হয়।
আহত রেজওয়ানকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার ভোরে দক্ষিণখান এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে। মামলার তদন্ত ও অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/শিলি



