জুলাই সনদে অনুপস্থিত এনসিপি: ‘জনগণের সঙ্গে প্রতারণা করতে চাই না’
নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত জুলাই সনদে সই হয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে যোগও দেয়নি দলটি।
আজ শনিবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে এনসিপি জানায়- সনদে কোনো আইনিভিত্তি বা বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি না থাকায় তারা এতে অংশ নেয়নি।
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও আইনগত ভিত্তি অনির্দিষ্ট। এই অস্পষ্টতার কারণে আমরা অনুষ্ঠানে যাইনি।” তিনি আরও জানান, এনসিপি বিশ্বাস করে যে, জুলাই সনদ কেবল রাজনৈতিক ঐক্যের দলিল নয়; এটি হতে হবে গণতান্ত্রিক পুনর্গঠনের ভিত্তিপ্রস্তর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জ্যেষ্ঠ নেতারা। তারা জানান, জুলাই যোদ্ধাদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা ও বিচার দাবি জানিয়ে তারা সনদের আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছেন।
এর আগে শুক্রবার এক বিবৃতিতে এনসিপি বলেছিল, “আমরা জুলাই সনদকে ফাঁকা প্রতিশ্রুতি হিসেবে দেখি না। বরং মনে করি, এটি রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ তৈরি করতে পারে। কিন্তু এজন্য সনদের স্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা জরুরি।”
দলটির বক্তব্য অনুযায়ী, জুলাই সনদের ‘বাস্তবায়ন আদেশ’, গণভোট ও সাংবিধানিক পরিবর্তনের পূর্ণ রূপরেখা প্রকাশের পরই তারা আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেবে।
এনসিপির ভাষায়, “বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে সই করা জনগণের সঙ্গে প্রতারণা। অতীতে রাজনৈতিক দলগুলো এমন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে; তাই আমরা এবার সতর্ক।”
বিআলো/শিলি



