জুলাই সনদ দিতে হবে সরকারকেই: জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই ঐক্য’র ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে সরকারকে উদ্দেশ করে জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের দাবি জানিয়েছে গণ-অভ্যুত্থনের প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’। তাদের ভাষ্য অনুযায়ী, এ দায়িত্ব এখন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং বর্তমান সরকারেরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ শীর্ষক কর্মসূচি শেষে এ দাবি জানানো হয়।
জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, ১১ মাসেও সরকার জুলাই সনদ দেয়নি। কোনো একক ব্যক্তি বা দল এখন আর জুলাই সনদ দেওয়ার অধিকার রাখে না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে হবে। অন্যথায়, ছাত্র-জনতা নিজেদের শক্তিতে তা আদায় করে নেবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো ব্যক্তি বা দল নিজেদের পক্ষ থেকে সনদ দিতে চায়, তবে ছাত্র-জনতা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে।
আরেক সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা অনেক ধৈর্য ধরেছি। এবার অবিলম্বে সরকারকে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে। এই ঘোষণাপত্র ছাড়া ভবিষ্যতে এ ঐতিহাসিক আন্দোলনকেই সন্ত্রাসী আখ্যা দেওয়ার চেষ্টা করা হতে পারে। তাই কালক্ষেপণের কোনো সুযোগ নেই।
জুলাই ঐক্যের আরেক সংগঠক, সরকারের সংস্কার প্রয়াসের ব্যর্থতার সমালোচনা করে বলেন, তথ্য মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টা থাকা সত্ত্বেও গণমাধ্যমে কোনো সংস্কার হয়নি। সচিবালয় থেকে এনআরবি— সর্বত্র ফ্যাসিবাদী দোসরদের দৌরাত্ম্য চলছে। ৩২ জন সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ থাকলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি বলেন, সরকার তাদের বিচার করুক, অথবা দায়মুক্তি দিক। না হলে আমরা ছাত্রজনতাকে নিয়ে সব সেক্টর থেকেই ফ্যাসিবাদ নির্মূল করব। কর্মসূচি শেষে ‘নতুন বাংলাদেশের বর্ষপূর্তি’ উপলক্ষে পরবর্তী আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করেন মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
বিআলো/এফএইচএস