জুলাই সনদ প্রয়োগে আইনের কোনো বাধা নেই: জেনারেল অ্যাটর্নি
dailybangla
03rd Oct 2025 5:27 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনি বাধা নেই।
তিনি জানান, যারা সরকারের নির্দেশে অপরাধে জড়িত ছিলেন, তাদের বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে শুক্রবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
সভায় জেলা বিএনপি ও সাংবাদিক সমিতির নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি