জেলা ৩১৫ বি৩ এর ২৯ তম জেলা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে আজ (২৯শে মে) সকাল ৯ টায় রাজধানীর আগারগাঁও লায়ন্স টাওয়ারস্থ হুমায়ুন জহির অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর সবচাইতে মেগা ইভেন্ট “২৯ তম বার্ষিক জেলা কনভেনশন”।
আয়োজিত কনভেনশনে ২০২৫-২৬ লায়ন সেবা বর্ষে জেলা গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন আৰ্কিটেক্ট শাহ আবু রুশদ আল মুনীর। এবং প্রথম ভাইস জেলা গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস হাসান বাণী।
অন্যদিকে দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লায়ন মাহবুব আলম বাপ্পা, লায়ন মোহাম্মদ আব্দুল হাই, লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, লায়ন ডাঃ কাজী মাজহারুল ইসলাম দোলন, লায়ন মোহাম্মদ আব্দুল্লাহ খালিদ, লায়ন মুহাম্মদ সাকি কাওসার, লায়ন মোহাম্মদ শফিউল্লাহ শফি, লায়ন ইঞ্জিনিয়ার মনোয়ারা বেগম এবং লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ সুমন।
বার্ষিক কনভেনশনে ইলেকশন অবজারভার হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহানা বক্স, সদ্য প্রাক্তন কাউন্সিল চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং নব নির্বাচিত কাউন্সিল চেয়ারপারসন (২০২৫-২৬) লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া।
উৎসব মুখর পরিবেশে সকাল ১০ ঘটিকা হতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে। উক্ত কনভেনশনে সভাপতিত্ব করবেন- প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আৰ্কিটেক্ট শাহ আবু রুশদ আল মুনীর।
বিআলো/তুরাগ