জেলি পুশের দায়ে কয়রায় ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মুশফিকুর রহমান কয়রা,খুলনা: খুলনার কয়রায় চিংড়ি মাছে জেলি পুশের অভিযোগে ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুশকৃত ৫০ কেজি চিংড়ি মাছসহ সাজিদুল, মিনহাজুল আলম রনজিৎ, রাব্বানী এবং বায়জিদ হোসনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করার আদেশ দেওয়া হয়।
অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমির কুমার সরকার এবং বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস