ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল ও চেক বিতরণ
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক কর্মসূচির আওতায় জেলার ৮নং গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চর-ভাটারকান্দা আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে চর-ভাটারকান্দা আবাসন প্রকল্পে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন, ৩০ কেজি চাল এবং ৯ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ তৌহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



