ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ ঝালকাঠি জেলায় সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও সামাজিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আশরাফুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আদনান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন, জেলা জামায়াতে ইসলামী’র আমির এডভোকেট হাফিজুর রহমান এবং কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “আদালত চত্বরে ইজিবাইক নিয়ন্ত্রণ করা হবে এবং নিরাপত্তা জোরদার করা হবে। আসন্ন দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। মাদক প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “বাল্য বিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, আসন্ন নির্বাচনের প্রস্তুতি, জাটকা সংরক্ষণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করা হবে। বাজার মনিটরিংয়ে গুরুত্ব দেওয়া হবে। সাংবাদিকরা আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করতে ভূমিকা রাখবেন।”
জেলা প্রশাসক সভায় নির্দেশ দেন, কারাগারে থাকা রাজনৈতিক বন্দিদের নিরাপত্তা এবং আদালতে হাজিরার সময় সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
এছাড়া সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, অস্থিরতার সম্ভাব্য জায়গাগুলো চিহ্নিত করা এবং স্থানীয় পুলিশ ও সেনা বাহিনীর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিতরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ও কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
বিআলো/তুরাগ