ঝালকাঠিতে এস.এ. পরিবহনের অফিস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় সংলগ্ন এস.এ. পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে স্টাফ নাঈম হাসান প্রথমে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের মৃত শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে। দীর্ঘ আট বছর ধরে তিনি এস.এ. পরিবহনের ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে এখানে স্থায়ীভাবে বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে স্থানীয় স্কুলে পড়াশোনা করত।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি হঠাৎ তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। বদলির চাপ এবং পর্যাপ্ত সময় না পেয়ে শেখর বিশ্বাস মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর স্ত্রী জানান, “আমার স্বামী অফিসে আরও ছয় মাস সময় চেয়েছিলেন, কারণ আমাদের ছেলে-মেয়েরা এখানকার স্কুলে পড়াশোনা করছে। কিন্তু কর্তৃপক্ষ রাজি হননি। হঠাৎ বদলির চাপে তিনি ভীষণ হতাশ ছিলেন। অফিসের ঊর্ধ্বতনদের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।”
এস.এ. পরিবহনের সহকারী ম্যানেজার জাহিদ হাসান বলেন, “ভোরে হঠাৎ অফিস থেকে খবর পাই, শেখর ভাই নেই। পরে স্টাফ নাঈম ভেতরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। আমরা সবাই হতবাক হয়ে যাই। এটি খুবই কষ্টের ঘটনা।”
বরিশাল বিভাগীয় অফিসের ম্যানেজার মো. শাহদাত হোসেন বলেন, “গত আগস্ট মাসের ২৮ তারিখ শেখর সাহেবের বদলির নোটিশ আসে। তিনি সময় চেয়ে কোনো আবেদন করেননি। এখানে প্রায় আট বছর কর্মরত থাকায় অফিসের নিয়ম অনুযায়ী তাকে বদলির চিঠি দেওয়া হয়েছে।”
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে।
বিআলো/তুরাগ