ঝালকাঠিতে কনস্টেবল ও নায়েক থেকে এএসআই পদে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিধান
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) ঝালকাঠি জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি আন্তরিক ও পেশাদার ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ, যা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য এক গৌরবময় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
বিআলো/ইমরান



