ঝালকাঠিতে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
সভায় ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভোটারদের শিক্ষা, নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়।
বিআলো/ইমরান



