ঝালকাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ১২ আগস্ট (মঙ্গলবার) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে। ২০০০ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
সকাল ১০টা ৩০ মিনিটে ঝালকাঠি যুব ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও সনাক-টিআইবি’র সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের সূচনা করেন।
উদ্বোধনের পর তিনি দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরে “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে যুব ভবনের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা তুলে ধরে আগামী বাংলাদেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন।
বিআলো/তুরাগ