ঝালকাঠিতে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব পালিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমকাল সুহৃদ সমাবেশ, ঝালকাঠি-এর আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের সূচনা করেন ঝালকাঠির জেলা প্রশাসক জনাব আশরাফুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে এবং তাদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ, ঝালকাঠি-এর প্রধান উপদেষ্টা কবি মু আল আমীন বাকলাই। তিনি বলেন, “সত্যান্বেষী সমাজ গঠনে বিজ্ঞানচর্চা ও যৌক্তিক চিন্তা অপরিহার্য, আর তা শুরু করতে হবে শিক্ষার্থীদের মধ্য থেকেই।”
এছাড়া দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সমকাল ঝালকাঠি জেলা প্রতিনিধি জিয়াউল হাসান পলাশ বলেন, “সমকাল শুধু সংবাদ পরিবেশনেই নয়, সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে সর্বদা সচেষ্ট।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ, ঝালকাঠি-এর সভাপতি সোনিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব বজলুর রশিদ, সুহৃদ সমাবেশের উপদেষ্টা জনাব প্রশান্ত দাশ হরি, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা।
সারাদিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিতর্কে অংশ নেন। পাশাপাশি ছিল বিজ্ঞান প্রদর্শনী ও কর্মশালা।
সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, এই আয়োজন জেলার শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
বিআলো/তুরাগ