ঝালকাঠিতে জুলাই যোদ্ধাদের স্মরণে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচী পালিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ ঝালকাঠিতে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচী পালন করা হয়। আজ সোমবার সকালে হাসপাতালে হলরুমে ঝালকাঠি সদর হাসপাতালের আয়োজনে এই অনুষ্ঠান পালন করা হয়। ঝালকাঠি জেলায় জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ঝালকাঠি জনাব উজ্জ্বল কুমার রায়, এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ কাওছার হোসেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রিফাত আহমেদ এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদি হাসান সানি, ডাঃ মোঃ জাবির হাসান দিপু, সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ঝালকাঠি ও তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল,ঝালকাঠি জনাব ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর। পরে ঝালকাঠিতে যারা জুলাই আন্দোলনে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
বিআলো/ইমরান