ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
মনিরুজ্জামান মনিরঃ ঝালকাঠিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০ ঘটিকায় ঝালকাঠি আইনজীবী সমিতির হল রুমে জেলা আইনজীবী সমিতি এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব জনাব এ্যাড. শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব এ্যাড. মোঃ নাসিমুল হক এর সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব এ্যাড. সৈয়দ হোসেন এবং জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর জানাব এ্যাড. মাহেব হোসেন, জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখার আমির জনাব এ্যাড. হাফিজুর রহমান, জনাব এ্যাড. মোসারফ হোসেন, জনাব এ্যাড. মোঃ নুরুল ইসলাম, জনাব এ্যাড. মোঃ নুর হোসেন, জনাবা এ্যাড. মোসাঃ সকিনা আলম, জনাব এ্যাড. মোঃশামিম আলম বাকলাই, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ্যাড. মোঃ আনিচুর রহমান ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ্যাড. মোঃ ফয়সাল হোসেন ও জনাব এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, জনাব এ্যাড. মোঃ আল আমিন, জনাব এ্যাড. আলিম, জনাব এ্যাড. বাসুদেব তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব এ্যাড. শাহাদাৎ হোসেন বলেন- স্বৈরাচারের পতন ঘটিয়ে এ বিজয় অর্জিত হয়েছে। এটা সম্মিলিত প্রচেষ্টার ফসল।কারোর একা বা কোন দলের না। আমাদের সকলের ১৭ বছরে তিল তিল করে গড়ে তোলা আন্দোলনের ফসল। তিনি আরো বলেন- ঝালকাঠি আইনজীবী সমিতিতে প্রায় ১৫ বছর যে জুলুম হয়েছে; তার থেকে রেহাই পেয়েছি। আলোচনা সভার শেষে গণ-অভ্যুত্থানে সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
বিআলো/ইমরান