ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ঝালকাঠি সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সকল পর্যায়ে সতর্কতা বৃদ্ধি, দায়িত্বশীল ভূমিকা পালন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিআলো/ইমরান



