ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি জেলার টাইফয়েড জ্বর প্রতিরোধে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে সিভিল সার্জন অফিস ঝালকাঠি এর আয়োজনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সহযোগিতায় হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ঝালকাঠি জনাব ডা. রিফাত আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক (যুগ্ম সচিব) জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুম ইফতেখার, পৌর প্রশাসক জনাব মো. কাওছার হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক জনাব তাপস কুমার শীল এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শাহিনুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক এবং হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) জনাব আশরাফুর রহমান বলেন- আজ ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত জেলা জুড়ে স্কুল ও কমিউনিটি পর্যায়ে এই টিকাদান কর্মসূচি চলবে আপনারা সকল ছাত্র-ছাত্রীদেরকে, যাহারা টিকা নেয়ার যোগ্যতা অর্জন করছে, তারা যথা সময়ের মধ্যে নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে টিকা নিতে বলেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রিফাত আহমেদ বলেন- টাইফয়েড জ্বর একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশু ও কিশোরদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করে। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এই রোগকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। তাই এই টিকাদান ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো— স্কুল ও কমিউনিটি পর্যায়ে শিশুদের শতভাগ টিকা নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা, এবং সুস্থ প্রজন্ম গড়ে তোলা। আমি সবাইকে অনুরোধ করব—এই কর্মসূচিকে সফল করতে আপনারা প্রত্যেকে অংশ নিন, অন্যদেরও উদ্বুদ্ধ করুন। আসুন, সবাই মিলে একটি সুস্থ, টিকাসুরক্ষিত, টাইফয়েডমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। তিনি আরো বলেন কমিউনিটিতে তুলনামূলক শিশুদের রেজিস্টেশন কম তাই সবাই এই ব্যাপারে সহযোগিতা করার আহ্বান জানান।
বিআলো/ইমরান