ঝালকাঠিতে টাইফয়েড টিকার AEFI প্রশিক্ষণ অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: আসন্ন টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ (TCV) উপলক্ষে উপজেলা পর্যায়ে টিকা দান-পরবর্তী বিরূপ ঘটনা (AEFI) সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঝালকাঠি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অফিস কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় একদিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রিফাত আহমেদ। কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন ডা. মো. মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার (এমওসিএস) সিভিল সার্জন অফিস ঝালকাঠি এবং ডা. মো. জাবির হাসান দিপু, সহকারী সার্জন।
অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সিয়াম আহসান (মেডিকেল অফিসার, কো-অর্ডিনেটর, সিভিল সার্জন অফিস ঝালকাঠি), ডা. তানজিলা আক্তার (সহকারী সার্জন), ডা. সুলতানা সোনিয়া (সহকারী সার্জন), বিভিন্ন HI, AHI, সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণে AEFI সম্পর্কিত বিশদ আলোচনা করেন ডা. রিফাত আহমেদ। তিনি বলেন, “টিকা দানের পর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি টিকা দান নিয়ে গুজব ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
বিআলো/তুরাগ