ঝালকাঠিতে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা ট্রাফিক অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম। পুলিশ পরিদর্শক (শহর ও যানবহন) নুরুল আফসার ভুইয়ার সভাপিত্বে আলোচনা সভায় ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ বাচ্চু হাওলাদার, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ- সভাপতি আল-আমিন তালুকদার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোহাম্মদ টিপু সুলতান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন।
তিনি সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতার ওপর জোর দেন এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। অলোচনা সভায় জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন রুটের চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক ও বাস শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ