ঝালকাঠিতে ডা. জিয়া উদ্দিন হায়দারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
মনিরুজ্জামান মনির,ঝালকাঠি: ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়া উদ্দিন হায়দারের উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঝালকাঠি শহরে ডা. জিয়া উদ্দিন হায়দারের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়া উদ্দিন হায়দার। তিনি বলেন, “আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, তবে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। বিপুল ভোটে বিজয় অর্জনের মাধ্যমে ম্যাডামের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তার আত্মা শান্তি পাবে।”
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশরাত সুলতানা ইলেন ভুট্টো এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
এ সময় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



