ঝালকাঠিতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে” ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ উপলক্ষ্যে ঝালকাঠিতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি প্রাঙ্গণে এসে শেষ হয়।এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা এনসিপি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়া জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ ঝালকাঠি জেলার ২৭টি শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ এবং অগণিত মেহনতি মানুষ। দিনব্যাপী আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিআলো/তুরাগ